শুক্রবার সকালে ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর এলাকা। লাঠি-ঝাঁটা হাতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। সন্দেশখালির ২টি গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
এদিকে শুক্রবার সকালে সন্দেশখালির ভোজেরহাট এলাকায় বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে বাধা পুলিশের। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গিয়েছিল এক প্রতিনিধি দল। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন বিজেপি সাংসদ। লকটে চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ।
আরও পড়ুন: শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালি, এলাকা পরিদর্শনে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা
শুক্রবার সন্দেশখালিতে নতুন করে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার জানা যায়, রাত ১২টা থেকে শনিবার পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে। ভোজেরহাটে ১৪৪ ধারা নেই। তা সত্ত্বেও তাঁদের কেন আটক করা হয়েছে, এই নিয়ে প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায়রা। বৃহস্পতিবার সন্দেশখালি গিয়ে থানার সামনে অবস্থানে বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে জামিনও পেয়ে যান সুকান্ত মজুমদার।