কয়লা চুরিকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা আসানসোলের বারাবনিতে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন ভোরে ইসিএলের বেগুনিয়ার খনিতে হানা দিয়েছিল বেশ কয়েকজন। নিরাপত্তার ফাঁক গলে তারা ভিতরে ঢুকে গিয়েছিল।
কিছুক্ষণের মধ্যেই তাদের দেখতে পান ইসিএলের নিরাপত্তাকর্মীরা। সেইসময় দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাবনি থানার পুলিশ ও সিআইএসএফের জওয়ানরা। তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তাতে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আটক করা হয় দুষ্কৃতীদের।