শ্মশান দুর্নীতি মামলায় বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে চার্জশিট জমা কাঁথি থানার। অভিযোগ, সৌমেন্দু পুরপ্রধান থাকাকালীন রাঙামাটি শ্মশান সংস্কারে দুর্নীতি হয়। এরপরই তাঁর নামে মামলা দায়ের হয়। কাঁথি থানা সূত্রে খবর, ইতিমধ্যেই তমলুক বিশেষ আদালতে ওই চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সৌমেন্দু অধিকারীর পাশাপাশি কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরা এবং ঠিকাদার সতীনাথ দাস অধিকারীর নামও রয়েছে চার্জশিটে। উল্লেখ্য, শুভেন্দু ও সৌমেন্দুর দলবদলের পর এই প্রথম কাঁথির 'অধিকারী বাড়ি'-এর কোনও সদস্যের নামে চার্জশিট জমা করল পুলিশ।
গত বছরের অক্টোবর মাসে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দুকে থানায় ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কাঁথি থানার আধিকারিকরা। টানা সাত ঘন্টা জেরা করা হয় সৌমেন্দুকে। শেষে বিকাল ৫টা নাগাদ কাঁথি থানা থেকে বের হন সৌমেন্দু। দিনভর অভুক্ত থাকার অভিযোগ তুলে সৌমেন্দু ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে। এমনকি, আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
আরও পড়ুন- Shaunak Sen: অস্কারের মঞ্চে মনোনীত হয়েছিল, খালি হাতেই ফিরলেন বাঙালি পরিচালক শৌনক