গলায় এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছিল ত্রিশূল । কলকাতার এনআরএস (NRS) হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচেন নদিয়ার (Nadia) গয়েশপুরের বাসিন্দা ভাস্কর রাম নামে এক যুবক । ওই যুবকের অভিযোগ তাঁকে ত্রিশূল (Nadia Trident News) দিয়ে খুনের চেষ্টা করা হয় । সম্প্রতি, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি । ইতিমধ্যেই দুই বন্ধু বিক্রম সরকার এবং জয় বণিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । আর তাঁদের জেরাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য ।
সূত্রের খবর, রবিবার রাতে ভাস্করের বাড়িতে যান অভিযুক্ত দুই বন্ধু । ধৃত দুজন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের গয়েশপুর এলাকার সম্পাদক ও সহ-সম্পাদক পদে রয়েছেন। জানা গিয়েছে,নিজেদের সমকামী যৌন ইচ্ছাপূরণ করতে ভাস্করের বাড়িতে গিয়েছিলেন তাঁরা । কিন্তু, ভাস্কর তাঁদের বাধা দেন । আর তাতে ঝামেলা শুরু হয় । তার কিছুক্ষণ পরেই ত্রিশূলবিদ্ধ অবস্থায় বেরিয়ে আসতে দেখা যায় ভাস্করকে । জানা গিয়েছে, ত্রিশূল ভাস্করের বাড়িতেই ছিল । তাহলে দুই বন্ধুর সমকামী যৌন চাহিদায় বাধা দেওয়ায় জেরেই কি ভাস্করের গলায় এফোঁড়-ওফোঁড় করে দেওয়া হয় ত্রিশূল ? পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ।
আরও পড়ুন, Malda News: সরকারি বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন রাঁধুনি, পর্যাপ্ত শিক্ষকের অভাব মেনে নিলেন প্রধান শিক্ষক
প্রতিবেশীদের কথায়, ভাস্কর একাই থাকতেন । প্রায়ই তাঁর বাড়িতে বন্ধুবান্ধব আসতেন । রাতে খাওয়া-দাওয়া করে আবার বেরিয়ে যেতেন । তখন ঘরে কী হত, তা কারও জানা নেই ।
ত্রিশূল (Trishul) ঢুকে গিয়েছিল গলার পিছন দিয়ে। এক্কেবারে এফোঁড়-ওফোঁড়। এমন সঙ্কটজনক অবস্থাতেই রবিবার কল্যাণী (Kalyani) থেকে কলকাতার এনআরএস (NRS) হাসপাতালে আসেন ওই যুবক । হাসপাতাল সূত্রের খবর, ওই যুবককে সঙ্গে সঙ্গে ইএনটি জরুরি বিভাগে ভর্তি করানো হয়। চিকিৎসক সুতীর্থ সাহার নেতৃত্বে প্রায় এক ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। ওই যুবকের অস্ত্রোপচার সফল হয়েছে । বর্তমানে কোনও রকম সাপোর্ট সিস্টেম ছাড়াই রয়েছেন তিনি । পর্যবেক্ষণে রাখা হয়েছে যুবককে ।