কলকাতার নিউটাউনে খুন করার অভিযোগ উঠেছে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে। বৃহস্পতিবার সকাল পর্যন্তও তাঁর শরীরের অংশ মেলেনি বলে খবর।
পুলিশ সূত্রে খবর, আনোয়ারুল আজিমকে খুন করার জন্য প্রায় ৫ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল। ১৩ মে নিউটাউনের একটি ফ্লাটে খুন করা হয় তাঁকে। এবং তারপর দেহের পচন রুখতে দেহ টুকরো টুকরো করে কিছু অংশ ফ্রিজে রেখে দিয়েছিল খুনিরা। বাকি অংশ ট্রলিতে ভরে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এবং ২০ মিনিটের মধ্যেই পুরো কাজটি সেরে ফেলেছিল দুষ্কৃতীরা।
Read More- নিউটাউনে চাঞ্চল্য, বাংলাদেশের সাংসদ খুনে নয়া তথ্য পুলিশের হাতে
ইতিমধ্যে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে CID। তাদের হাতে এসেছে একটি CCTV ফুটেজ। সেখানে দেখা গিয়েছে লাল রঙের একটি গাড়ি থেকে নেমে দুই সঙ্গীর সঙ্গে নিউটাউনের আবাসনে ঢুকছেন আনোয়ারুল আজিম।
ওই গাড়িটির সন্ধান পেয়েছে পুলিশ। এবং গাড়ির চালক ও মালিকের সঙ্গে কথাও বলেছে। ১৩ মে ঠিক কী ঘটেছিল সেবিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।