মুর্শিদাবাদে প্রেমিকাকে খুনের ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। প্রেমিকা সাবিনা খাতুনকে খুন করে এসে মাকে জড়িয়ে কেঁদে ফেলে অভিযুক্ত যুবক মিঠু। এবং তারপর পুলিশে ফোন করে নিজের অভিযোগ স্বীকার করেন তিনি।
ওই ঘটনার পুরো ঘটনার সাক্ষী ছিল সাবিনার এক বান্ধবী। তিনি জানিয়েছেন, প্রথমে মিঠুর সঙ্গে দেখা করতে যেতে চাননি সাবিনা। পরে রাজি হন। তারপর তাঁর সঙ্গে স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে গিয়েছিলেন তাঁর বান্ধবী। মিঠুর সঙ্গে দেখা হতেই শুরু হয় তর্কাতর্কি। তখন পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দাদের ডাকতে গিয়েছিলেন ওই বান্ধবী। সেসময় সাবিনাকে মিঠু খুন করে বলে অভিযোগ। পুরো ঘটনাটি দেখে ঘটনাস্থলেই মূর্ছা যান তিনি।
শনিবার দুপুরে চাঞ্চল্যকর একটি খুনের ঘটনা ঘটে মুর্শিদাবাদে। সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় প্রেমিকাকে খুন করার অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তাঁকে জেরা করে পুরো ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।
Read More- মুর্শিদাবাদে ফের সুতপা কাণ্ডের পুনরাবৃত্তি,অন্য সম্পর্কের সন্দেহে প্রেমিকাকে কুপিয়ে খুন
অন্যদিকে সাবিনার বান্ধবীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কারণ তিনিই একমাত্র প্রত্যক্ষদর্শী। পুলিশসূত্রে জানা গিয়েছে, চোখের সামনে বান্ধবীকে খুন হতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। কিছু জানতে চাওয়া হলেই কেঁদে ফেলছেন। ফলে একাধিক প্রশ্নের উত্তর পেতে বেগ পেতে হচ্ছে।
সূত্রের খবর, সাবিনার সঙ্গে মিঠুর সম্পর্ক থাকলেও বর্তমানে সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরে। সাবিনার সঙ্গে অন্য এক যুবকের বন্ধুত্ব তৈরি হয়। যা মেনে নিতে পারেনি মিঠু। আর সেকারণেই খুন বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ।