বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃত কসাই জিহাদ হাওলাদারকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, খুনের পর আনোয়ারুলের দেহ প্রায় ৮০ টুকরো করা হয়। এবং এই কাজের জন্য ৫ হাজার টাকা পেয়েছে সে। নিউটাউন, ভাঙড়ের একাধিক জলাশয়ে ওই দেহাংশগুলি ফেলা হয়েছে।
জিহাদের কাছে এই তথ্য পেয়ে চিন্তা বেড়েছে তদন্তকারীদের। তাঁদের অনুমাণ, ওই দেহাংশ উদ্ধার করা বেশ কঠিন। কারণ সেগুলি নষ্ট হয়ে যেতে পারে।
Read More- সাংসদ খুনে CID-র হাতে গ্রেফতার ১ বাংলাদেশি, আলাদা করা হয়েছিল হাড় ও মাংস?
গত ১২ মে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। ১৩ তারিখে তাঁকে খুন করার অভিযোগ ওঠে। ২১ মে তাঁর দেহাংশ উদ্ধার করা হয়। সেই ঘটনার তদন্তভার যায় CID-র উপর। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কসাইকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনকে আটক করা হয়েছে বলে খবর।