ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় বুধবার উত্তপ্ত উঠেছিল বারাসত। এই ঘটনার পর নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য পদক্ষেপ নিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রতিটি স্কুলে পুলিশ পিকেট বসানো হয়েছে। গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। এবং ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্য এক তরুণী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
কী ঘটেছে?
কয়েকদিন আগে বারাসতের কাজিপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারপরেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
Read More- বারাসতে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, ১৭ জনকে গ্রেফতার পুলিশের
বারাসতের সেন্ট্রাল মডেল স্কুলের সামনে ছেলেধরা সন্দেহে এক মহিলা এবং তাঁর সঙ্গীকে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও এরপর বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কোনও গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।