বিজেপির ডাকা বাংলা বনধে, গুলির পর এবার গ্যাস। হুগলির মানকুণ্ডু স্টেশনে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে রেল অবরোধ হটিয়ে দিল পুলিশ। সকাল থেকেই ভরা অফিস টাইমে এই স্টেশনের আপ এবং ডাউন লাইনে রেল আটকে প্রতিবাদ দেখান বিজেপি সমর্থকরা। তাঁদের লাইন থেকে উঠে আসতে প্রথমে অনুরোধ করে প্রশাসন। তারপর শুরু হয় লাঠি চার্জ। পুলিশের দিকে পাল্টা ইট ছুড়লে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে স্টেশন চত্বর খালি করে দেওয়া হয়। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-ব্যান্ডেল শাখার এই স্টেশনে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
হুগলির কোন্নগড়ে পুলিশের সামনে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির সমর্থকরা। স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা বন্ধের বিরোধিতায় ওই এলাকায় পৌঁছন তৃণমূল কর্মীরা। মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ বন্ধ সমর্থকদের বিরুদ্ধে।
বেলা গড়াতেই উত্তেজনার খবর পাওয়া গিয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি থেকেও। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন জায়গায় গোলমাল পাকানোর অভিযোগে প্রায় ৫০ জন বনধ সমর্থককে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।