আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে ফেলেছেন অনেকেই। এবার পুলিশও বিচারের দাবি করছে। একের পর এক পুলিশ নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল বদলে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর ছবি দিচ্ছেন। কে দেবাশিস? মঙ্গলবারের নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ছোঁড়া ইট এসে চোখে লাগে ৩৭ বছরের এই ট্রাফিক সার্জেন্ট-এর। গুরুতর চোট পান তিনি।
বুধবার তাঁর চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়ে দেন, দেবাশিসের বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। দেবাশিসের রক্তাক্ত চোখের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল। এবার দেবাশিসের জন্য বিচারের দাবিতে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল বদলে ফেলছেন দেবাশিসের সহকর্মী থেকে উচ্চপদস্থ IPS officer রা। সবার ডিপিতেই নিজেদের ছবির জায়গায় দেবাশিসের রক্তাক্ত ছবি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দেবাশিসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা।