একদিকে সিবিআই(CBI), অন্যদিকে পুলিশি(Police) তৎপরতা। শনিবার দিনভর এই ছবি ধরা পড়ল বীরভূম(Birbhum) জেলায়। শনিবার সকালেই বগটুই কাণ্ডের তদন্তে আসে সিবিআই(CBI)। বেলা বাড়তেই লাভপুর অঞ্চলের বিভিন্ন জঙ্গলে, ভগ্নপ্রায় বাড়িতে বোমা বা বেআইনি আগ্নেয়াস্ত্রের সন্ধানে খোঁজ চালায় পুলিশ।
জানা গেছে, সকাল থেকেই বেআইনি অস্ত্রের সন্ধানে লাভপুর থানার(Labhpur Police Station) ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তল্লাশি শুরু করে এলাকায়। বীরভূমের অন্যপ্রান্ত থেকেও বোমা(Bomb) উদ্ধারের খবর মিলেছে।
গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বগটুই গ্রামে আসেন। সেখান থেকেই পুলিশকে নির্দেশ দেন বেআইনি অস্ত্র ও বোমার সন্ধানে লাগাতার তল্লাশির। সেদিনই নবান্নের(Nabanna) তরফে জারি হয় নির্দেশিকা। তারপর থেকেই রাজ্যজুড়ে পুলিশের লাগাতার অভিযানে বাজেয়াপ্ত হয়েছে একাধিক বেআইনি অস্ত্রশস্ত্র এবং বোমা। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।