বীরভূমের বড়শাল পঞ্চায়েতের উপ-প্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পরেই রাজ্য থেকে বোমা-অস্ত্রের আঁতুড় ঘর ভাঙার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পেয়ে গত কয়েকদিনে প্রচুর অস্ত্র ও বোমা উদ্ধার করছে পুলিশ। কিন্তু শনিবার বোমা পাওয়া গেল খোদ বগটুই থেকেই। ভাদু খুনে অভিযুক্ত পলাশের বাড়ির কাছেই পাওয়া গিয়েছে ওই বোমা। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে পলাশের বাড়িতে অভিযান চালানো হয়। সেইসময় এই তাজা বোমা উদ্ধার হয়েছে।পলাশের বাড়ির কাছে মাটির নীচে পোঁতা জার ভর্তি করা ওই বোমা উদ্ধার করা হয়েছে। ভাদু খুনের পর থেকেই বেপাত্তা পলাশ। পুলিশ তার সন্ধান চালাচ্ছে।
উদ্ধার হওয়া এই বোমা নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ঘটনাস্থলে গিয়েছে বোম স্কোয়াড এবং দমকল। প্রশাসন সূত্রে খবর, একটা ফাঁকা মাঠে ফাটানো হতে পারে জার ভর্তি করা বোমা।
আরও পড়ুন : শেষলগ্নে ভোটপ্রচারে নামতে পারেন অভিষেক, রোড শো করতে পারেন আসানসোল ও বালিগঞ্জে
শনিবারই গ্রাম থেকে দুটি টোটো আটক করেছিলেন সিবিআই অফিসাররা। আর সেইদিন রাতেই উদ্ধার হল প্রচুর পরিমাণে বোমা। এর আগে বীরভূমের লাভপুর, নানুরে অভিযান চালিয়ে বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছিল।