আবার শিরোনামে মালদার(Bombs recovered from Maldah) চাঁচল। এবার গোয়াল ঘর থেকে উদ্ধার হল ব্যাগভর্তি তাজা বোমা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খরবা ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী(Police force)। পুলিশের উপস্থিতি টের পেতেই গা ঢাকা দেয় পরিবার।
জানা গিয়েছে, মমতাজ আলীর জামাই মহিদুল ইসলামের বাড়ি মল্লিকপাড়া গ্রামে হলেও রানীপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। পুলিশের দাবি, এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই মহিদুল। পুলিশ গোপন সূত্রে খবর পায়, মমতাজের বাড়ির পেছনের গোয়াল ঘরে দু'ব্যাগভর্তি বোমা(Bombs) মজুত করেছে মহিদুল। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। খবর দেওয়া হয় মালদহ বম্ব স্কোয়াডকে(Maldah Bomb Squad)। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মহিদুলকে।
উল্লেখ্য, চাঁচল থানা(Chanchal Police Station) এলাকা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বোমা। দু'দিন আগেই মহানন্দপুর কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ভর্তি বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বোমা উদ্ধার তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।