মঙ্গলবার নবান্ন অভিযানের অনুমতি দিল না রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, মিছিলের অনুমতি চেয়ে দুটি ইমেল পাঠানো হলেও কোনও অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে জানানো হয়েছে, যে অনুমতি চাওয়া হয়েছে সেখানে একাধিক সমস্যা রয়েছে। আর সেই কারণে অনুমতি দেওয়া হয়নি।
RG করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ওই অভিযানের ডাক দেওয়া হয়েছে। সোমবার সকালে রাজ্য পুলিশের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল, মঙ্গলবারের কর্মসূচির জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। এরপর গতকাল বিকালে ফের একটি সাংবাদিক বৈঠক করেন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ADG আইনশৃঙ্খলা মনোজ ভার্মা।
সোমবার বিকালে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, দুপুরে তাঁদের কাছে দুটি ইমেল এসেছে মঙ্গলবারের কর্মসূচি নিয়ে। তার মধ্যে একটি ইমেল পাঠিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। যদিও তাদের তরফে কোনও অনুমতি চাওয়া হয়নি।
অন্যদিকে দ্বিতীয় একটি মেইল এসেছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তাদের তরফে কর্মসূচির অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে, আগামীকাল UGC নেট পরীক্ষা রয়েছে। ফলে মিছিল করলে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। আর সেই কারণেই অনুমতি দেওয়া হচ্ছে না।