এবার বীরভূমের (Birbhum) ছোট ডাঙাল গ্রাম লাগোয়া জঙ্গল থেকে প্রায় ২০০টি তাজা বোমা(Bomb) উদ্ধার করল পুলিশ। জানা গেছে, ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছ'টি ব্যারেলে ওই বোমাগুলি(Bomb) রাখা ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালেই মাড়গ্রাম থানার পুলিশ(Margram Police Station) ঘটনাস্থলে যায়। এরপর খবর পেয়ে এলাকায় যান বম্ব স্কোয়াডের(Bomb Squad) সদস্যরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) নির্দেশ দেন দুর্বৃত্তদের রেয়াত করা হবে না। তারপরেই তৎপর হয়ে ওঠে রাজ্য পুলিশ(West Bengal Police)।