সন্দেশখালির এক মহিলাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় FIR রুজু করে তদন্তে নামল পুলিশ। অভিযোগ পত্রে তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তাঁর ছায়াসঙ্গী সৈকত দাসদের নাম আছে।
ঘটনাটি ঘটেছে সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায়। এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ এক মহিলার। মহিলার স্বামী সিভিক ভলান্টিয়ারের কাজ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন মহিলা। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। দুষ্কৃতীরা তখন পালায়। স্থানীয়রাই মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। রাতেই সন্দেশখালি থানায় অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে ওই মহিলাকে সন্দেশখালি থানায় নিয়ে আসা হয়। তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেখানে মহিলার ডাক্তারি পরীক্ষা হবে। বসিরহাট মহকুমা আদালতে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিজেপি মহিলাদের দিয়ে সব অভিযোগ করাচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতা দিলীপ মল্লিক ভাল সংগঠন। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি।