ফের আটকানো হল বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। দুপুরে ফুরফুরার বাড়ি থেকে গাড়িতে ভাঙড় যাচ্ছিলেন তিনি। রবিবার বিকেলে আর্টস অ্যাকর মোড়ের কাছে ফের আটকানো হয় তাঁকে।
যেখানে তাঁকে আটকানো হয়, সেই হাতিশালা এলাকায় ১৪৪ ধারা জারি নেই। নওশাদের দাবি সুপরিকল্পিত ভাবে তাঁকে আটকানো হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনার ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে, তাঁরা এলাকার সংযোগস্থলে আছেন। বিধায়কের কিছু অভিযোগ থাকলে লিখিত ভাবে থানায় দিন। খতিয়ে দেখবে পুলিশ।
এদিন নওশাদ বলেন, "নওশাদ সিদ্দিকির গতিবিধি আটকানোর জন্য পুলিশ দ্বিচারিতা করছে। ভাঙড়বাসীর পাশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সুকৌশলে আটকানো হচ্ছে। পুলিশ আইনের অপব্যবহার করছে।"