পুরভোটের(Bidhannagar Municipal Election 2022) প্রচারকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো বিধাননগরে(Bidhannagar)। তৃণমূলের(TMC) অভিযোগ, কোভিডবিধিকে(Covid Restrictions) অগ্রাহ্য করে বিধাননগরে প্রচার চালাচ্ছে বিজেপি(BJP)। করোনা(Corona) পরিস্থিতিতে বাইরে থেকে বিভিন্ন নেতাদের এনে বিজেপি 'ডোর টু ডোর' প্রচার চালাচ্ছে।
পাশাপাশি তৃণমূলের(TMC) আরও অভিযোগ, বিজেপির(BJP) রাজনৈতিক কর্মকাণ্ডে এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে। বিজেপির(BJP) বিরুদ্ধে প্ররোচনা ছড়াবার অভিযোগও এনেছেন তৃণমূল(TMC) কর্মীরা।
শনিবার সকালে বিধাননগর পুরনিগমের(Bidhannagar Municipal Election 2022) ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যান দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিজেপির(BJP) অভিযোগ, সেখানেই দিলীপ ঘোষের(Dilip GHosh) প্রচারে বাধা দেয় পুলিশ(Police)। যদিও পুলিশের(Police) দাবি, কোভিডবিধি(Covid Restrictions) ভেঙে পাঁচজনের বেশি লোক নিয়ে প্রচার চালাচ্ছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তাই নিয়ম মেনে তাঁকে আটকানো হয়। যদি এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ হন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি।
আরও পড়ুন- Sonia on Tmc : বাজেট অধিবেশনেও তৃণমূলকে পাশে চায় কংগ্রেস, ঘুরিয়ে বার্তা সনিয়ার
শুধু তাই নয়, পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিজেপির অভিযোগ, এলাকায় বিজেপির উত্থানে ভয় পেয়েই শাসকদল পুলিশকে(Police) দিয়ে বিজেপির(BJP) প্রচার আটকানোর চেষ্টা করছে।