পল্লবী দে’র মতো মডেল তথা অভিনেত্রী (Tollywood Actress Death) বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumder Death) অস্বাভাবিক মৃত্যু ঘিরেও রহস্য ঘনীভূত হচ্ছে। পুলিশ বিদিশার শরীরচর্চার প্রশিক্ষক অনুভব বেরাকে তদন্তের জন্য তলব করেছে। অনুভব জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন।
বিদিশার শরীরচর্চার প্রশিক্ষক ছিলেন অনুভব বেরা। বিদিশার পরিচিতদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, বিদিশার সঙ্গে অনুভবের প্রেমের সম্পর্ক ছিল। অনুভবের জন্যই বিদিশা পৈত্রিক বাড়ি ছেলে আলাদা থাকতেন। যদিও পরিচিতদের এই দাবি অনুভব অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিদিশার সঙ্গে তাঁর শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। পুলিশ এখন তদন্ত করে অনুভবের দাবির সত্যতা যাচাই করতে চাইছে।
Bidisha De Majumder Death: অনুভবের সাদা-কালো পোট্রেট এঁকে উপহার দিতে চেয়েছিলেন বিদিশা
সূত্রের খবর, বিদিশার ফোনের কল লিস্টে কয়েকটি অচেনা নম্বর পাওয়া গিয়েছে। সেই নম্বরগুলি কার তা পুলিশ খতিয়ে দেখছে। এর আগে তদন্তের স্বার্থে পুলিশ বিদিশার চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে। সেই জিজ্ঞাসাবাদ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। এবার পুলিশ অনুভবকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।