পুলিশকে মারধর করার অভিযোগ উঠল মদ্যপ বাইক আরোহীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউটাউনের ইকো পার্কের কাছে। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন গৌতম কর্মকার নামে এক ব্যক্তি। অন্যদিকে বাইকে করে বিশ্ববাংলা গেট থেকে সিটি সেন্টার ২ এর দিকে দুটি বাইকে করে যাচ্ছিলেন দুই বাইক আরোহী। সঙ্গে ছিলেন তাঁদের বান্ধবীরা। সেসময় পরপর দুটি সিগন্যাল ভেঙে গৌতমবাবুকে ধাক্কা মারেন এক বাইক আরোহী। এবং সঙ্গে সঙ্গে তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটকায়। অভিযোগ, এরপরেই পুলিশকে মারধর করেন অভিযুক্ত দুই বাইক আরোহী।
ঘটনার পর চেঁচামেচি শুরু হয় ওই এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে যায়। তারই মাঝে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধরে ফেলেন তাঁরা।