আড়িয়াদহের ক্লাবে মারধরের ঘটনায় জয়ন্ত সিংহের নাম জড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, অভিযুক্ত যুবক তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই ঘটনার পুনর্নির্মাণ করতে তালতলা ক্লাবে গেলেন ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একজনকে চ্যাংদোলা করে মারা হচ্ছে। অভিযোগ, মারধরের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন জয়ন্ত ঘনিষ্ঠরা। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ভাইরাল হওয়া ভিডিয়ো পুনর্নির্মাণ করতে তালতলা ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে তাঁর দুই শাগরেদকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুধু ঘটনার পুনর্নির্মাণ নয়, ক্লাবে কী কাজ হতো, কীভাবে পুরো বিষয়টি জয়ন্তরা পরিচালনা করতেন তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।
আড়িয়াদহে ছেলে ও মাকে পেটানোর ঘটনায় অভিযোগ ওঠে জয়ন্ত এবং তাঁর শাগরেদের বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্তদের সকলেই পুলিশ হেফাজতে রয়েছেন। তার মধ্যেই ক্লাবের মধ্যে মহিলাকে চ্যাংদোলা করে মারার ছবি প্রকাশ্যে আসে।
কে এই জয়ন্ত সিংহ?
এলাকাবাসীরা জানিয়েছেন, কামারহাটির ডন হিসেবেই পরিচিত জয়ন্ত। বর্তমান শাসক দলের ছত্রছায়ায় তাঁর উত্থান। তাঁদের অভিযোগ, পরিত্যক্ত জমি দখল করে মাত্র এক বছরের মধ্যে প্রাসাদ তৈরি করেছেন।
পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়া ও দক্ষিণেশ্বর থানা এলাকায় জয়ন্তর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তাঁর বিরুদ্ধে রয়েছে মারধর, খুনের চেষ্টার অন্তত ৬-৭টি পুরনো মামলা রয়েছে।