ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত করে তুলবে পুলিশ। সম্প্রতি অযোধ্যা পাহাড়ের আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য এই বিশেষ পদক্ষেপ করল পুরুলিয়া জেলা পুলিশ। রবিবার জেলা পুলিশের পক্ষ থেকে অযোধ্যা পাহাড় এলাকায় দুটি কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে একটি হল এই বিনামূল্যে কোচিং সেন্টার। পুলিশের তরফ থেকে যার নাম দেওয়া হয়েছে 'পথের দিশা'। এদিন থেকেই থেকেই শুরু হয়ে গিয়েছে এই ক্লাস। প্রতি রবিবার সকাল দশটায় অযোধ্যা পাহাড়ের আশ্রমধর্মী মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্লাস নেওয়া হবে।
অন্যদিকে পাহাড়ের শারীরিক ভাবে পিছিয়ে থাকা মানুষ বিভিন্ন রকম ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। কারণ তাদের কাছে প্রতিবন্ধী শংসাপত্র নেই বলে। তাঁদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় জেলা পুলিশ। এদিন পাহাড়ের বঞ্চিতদের জন্ম শাংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও মোট ২১ জনকে জেলা সদরে নিয়ে এসে তাঁদের পরীক্ষা-নিরীক্ষা করে 'মানবিক ভাতা' পাইয়ে দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয় পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে।