অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় কার্যত জট কাটল। সোমবার আসানসোলের বিশেষ আদালতের নির্দেশে এই ব্যাপারে পুলিশ, প্রশাসন এবং ইডির ভূমিকা কী হবে, তা নিয়ে জট কাটল। এদিন সিবিআই আদালতের নির্দেশ কলকাতায় কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতকে নিয়ে যাবে পুলিশ। মেডিক্যাল সার্টিফিকেটে ফিট ঘোষণা করা হলেই, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব ইডির।
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় কার্যত জট কাটল। সোমবার আসানসোলের বিশেষ আদালতের নির্দেশে এই ব্যাপারে পুলিশ, প্রশাসন এবং ইডির ভূমিকা কী হবে, তা নিয়ে জট কাটল। এদিন সিবিআই আদালতের নির্দেশ কলকাতায় কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতকে নিয়ে যাবে পুলিশ। মেডিক্যাল সার্টিফিকেটে ফিট ঘোষণা করা হলেই, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব ইডির।
গরু পাচার মামলায় গত কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে টালবাহানা চলছিল। এরআগে দুই রাজ্যের দুই হাইকোর্টে এই ইস্যুতে ধাক্কা খেয়েছেন অনুব্রত। দাবি করেছেন, ফিসচুলার ব্যথায় তিনি কাবু। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। সেই ফিসচুলার চিকিৎসকার জন্য কলকাতায় আনা হবে তাঁকে।
সোমবার আসানসোলের বিশেষ আদালতের নির্দেশে ফের চাপে পড়লেন কেষ্ট মণ্ডল। কারণ, তাঁর হাতে এখন আর কোনও রক্ষাকবচ নেই। ফলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার দিনক্ষণ ঠিক করার দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সির কোর্টেই।