বাহিনি মোতায়েন করেও রাজ্যে পঞ্চায়েত ভোটের গণনায় অশান্তি এড়ানো গেল না। গত একঘণ্টায় রাজ্যের একাধিক জেলা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে মুর্শিদাবাদে ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। কেশপুরে গণনা কেন্দ্রের সামনেই বিরোধীদের বিক্ষোভ। অভিযোগ, তৃণমূল এজেন্ট বসাতে দিচ্ছে না। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকেও বোমাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে।
রাজ্যের পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তারপরেও অশান্তি কিন্তু ঠেকানো যাচ্ছে না। এরমধ্যেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় দুই সিপিএম প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের গলসিতে সিপিএম প্রার্থীর মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। কাটোয়াতেও আক্রান্ত সিপিএম প্রার্থী। এরমধ্যে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে।
ফলে এদিন প্রশ্ন উঠছে, বাহিনী মোতায়েনের কৌশল নিয়ে। গণনা কেন্দ্রে অশান্তি এড়াতে ঢেলে বাহিনী দেওয়া হয়েছে। অভিযোগ, ঝামেলা চলছে তার অনেক বাইরে। সেখানে কেন্দ্রীয় বাহিনী শূন্য।