পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবারই বাংলার স্থায়ী রাজ্যপাল হিসেবে কেন্দ্রীয় সরকারের এই প্রাক্তন সচিবের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি। এবার একনজরে দেখে নেওয়া যাক, রাজ্যের নয়া রাজ্যপালকে নিয়ে কোন দলের কী প্রতিক্রিয়া।
তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানান, তিনি সিভি আনন্দ বোসের নামই কোনওদিন শোনেননি। পাশাপাশি, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও আলোচনা হয়েছে কি না তাও তিনি জানেন না। কোন মাপকাঠিতে কেন্দ্র রাজ্যপাল নির্ধারণ করে থাকে, সে সম্পর্কেও তিনি অবগত নন বলেই দাবি এই তৃণমূল সাংসদের।
আরও পড়ুন- WB New Governor CV Ananda Bose: বাংলার নতুন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস
তবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছে বিজেপি। সিভি আনন্দ বোস সম্পর্কে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মত, উনি রাজনীতির নয়, প্রশাসনের লোক। তাঁর আরও দাবি, "রাজ্যে যেন সংবিধান অনুযায়ী কাজ হয়, সেটা দেখার দায়িত্ব ওঁর।" কেরলে তাঁর চালু করা বহু প্রকল্পই পরে কেন্দ্রীয় সরকার অনুকরণ করে বলেও জানান দিলীপ। অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও স্বাগত জানান সিভি আনন্দ বোসকে।
অন্যদিকে, এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, রাজ্যে যিনি আসুন না কেন, তিনি যেন সংবিধানের প্রতি দায়বদ্ধতা রেখে, মর্যাদাপূর্ণভাবে চলেন। তৃণমূল বা বিজেপি কী বলল, তা নিয়ে নয়া রাজ্যপালকে মাথা না ঘামানোর পরামর্শ সুজনের। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী জানান, নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের আবহে বাংলায় রাজ্যপালের আগমন। আগামীতে তিনি কীভাবে এই বিষয়টি সামলান, তা দেখতে চান রাজ্যবাসী।