শুরু হল রাজ্যের ১০৮টি পুরসভার(Municipal Election 2022) ভোটগণনা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম(Strong Room)। গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনাকেন্দ্রের ভেতর রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। গণনাকে কেন্দ্র করে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ-প্রশাসন(Police)। তাই অবাঞ্চিত জমায়েত এড়াতে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
জানা গেছে, সর্বনিম্ন ২ রাউন্ড থেকে গণনা হবে সর্বোচ্চ ১৮ রাউন্ড। তবে ফল ঘোষণার পর বিজয় মিছিলের(Victory Rally) অনুমতি থাকলেও কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না পুলিশ-প্রশাসন(Police)।
রবিবার রাজ্যের বাকি ১০৮টি পুরসভার(Municipal Election 2022) ভোট নিয়ে দফায় দফায় অভিযোগ করেন বিরোধীরা। ভোট লুঠ, সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের(TMC) বিরুদ্ধে। যদিও তৃণমূলের(TMC) তরফে জানানো হয়, বিরোধীদের পায়ের তলার মাটি আলগা হওয়া এইধরনের প্ররোচনা ছড়ানো হচ্ছে।