সোমবার সকাল ৭টা থেকে দেশজুড়ে শুরু হল পঞ্চম দফার ভোটগ্রহণ। এই দফায় দেশের মোট ৪৯টি আসনে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের সাতটি লোকসভা আসনে ভোটগ্রহণ রয়েছে। তার মধ্যে আছে, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।
এদিনের ভোটে বাংলার মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। তারমধ্যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ৭৭১১টি স্পর্শকাতর বুথ। বাংলার ৭টি কেন্দ্রে মোট ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে রয়েছে ৫৬৭টি কুইক রেসপন্স টিম।
Read More- সোমবার পঞ্চম দফার নির্বাচন, রাজ্যে কারা হেভিওয়েট, দেশের নজরে আমেঠী-রায়বেরিলি
ওই আসনগুলির মধ্যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং, হুগলির BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং CPIM প্রার্থী ইপ্সিতা ধর সহ অনেকেই। ভোট শুরু হওয়ার আগেই হুগলির খানাকুলে দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল BJP। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আরামবাগে তাদের এক দলীয় কর্মীর উপর হামলা চালানো হয়েছে।
তিন জেলা। সাত কেন্দ্র। ৬১৩ কোম্পানি। এই আবহে আজ, সোমবার রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট। নজর ব্যারাকপুর এবং বনগাঁয়। রাজনৈতিক মহলের মতে, উত্তর ২৪ পরগনার এই দুই কেন্দ্রে এবার কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিজেপিকে। ভোটের আগে সরগরম হয়েছে বারাকপুরের আমডাঙা। বনগাঁয় প্রচারের শেষ দিনে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে বিজেপির বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরকে।
এর পাশাপাশি রাজ্যের ভোটে নজর থাকবে হুগলির দিকে। এখানে লড়াই বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের। বাকি চার কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া এবং আরামবাগ। পাঁচ বছর আগের ফলে নিরিখে এই সাত কেন্দ্রে তৃণমূলের দখলে চার, বিজেপির ঝুলিতে তিন।