জীবনের বড় পরীক্ষা। দমদমে রুদ্রনীলের বাড়িতে এখন খুশির হাওয়া। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছায় রয়েছে তার। দমদম ক্যান্টনমেন্ট এর মডার্ন পার্ক এলাকার বাসিন্দা রুদ্রনীল।
অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরের মেয়ে তোষালি ঘোষ। মাধ্যমিকে দশম স্থানে সে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৩। কৃষ্ণনগর হোলি ফ্যামিলি স্কুলের ছাত্রী সে, লেখাপড়া ছাড়াও নাচ ভালবাসে সে। তার ইচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করার। তাদের পরিবার, শিক্ষকদের আশা ছিলই।