কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে খড়্গপুর আইআইটির মৃত ছাত্র ফাইজান আহমেদের । তাই রবিবারই অসম গেল খড়গপুর পুলিশের তদন্তকারী একটি দল । ফাইজানের দেহ কবর থেকে তুলে আনা হবে কলকাতায় । তারপর কলকাতা মেডিক্যাল কলেজে দ্বিতীয়বার ফাইজানের ময়নাতদন্ত করা হবে বলে খবর । উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর খড়গপুর আইআইটি-র হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় অসমের বাসিন্দা ফাইজানের ঝুলন্ত দেহ । পরিবারের অভিযোগ ছিল খুন করা হয়েছে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রকে । এই নিয়ে তাঁরা আদালতেও যান । তারই শুনানিতে আদালত ফাইজানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে । আগামী ৩০ জুন এই মামলার পরবর্তী শুনানি ।
উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, ঘটনার তদন্তকারী অফিসার দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ফাইজানের দেহ কলকাতায় নিয়ে আসবেন । কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হবে । এর আগে যে চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন, তাঁকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি । সেই নির্দেশ মেনেই অসম গিয়েছেন তদন্তকারীদের একটি দল ।
উল্লেখ্য, ফাইজানের পরিবার খুনের যে অভিযোগ তুলেছে, তা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি করা হয় বিশেষজ্ঞ কমিটি । রিপোর্টে বলা হয়, ছাত্রের মাথার পিছনে ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল । বিশেষজ্ঞ কমিটির দাবি,পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে মাথায় আঘাত লাগার বিষয়টি ছিল না । এরপরই দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ।