ঝোলার কারণেই ফাঁস লেগে মৃত্যু হয় লালন শেখের(Lalon Sheikh Death Case)। পাশাপাশি, দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। বগটুইকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। রামপুরহাট হাসপাতাল(Rampurhat Hospital) সূত্রে খবর, লালন শেখের মৃত্যু হয়েছে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায়। তবে দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে। ফলে খুনের ঘটনার ক্ষেত্রে দেহে যেসব চিহ্ন থাকার কথা, তা পাওয়া যায়নি ময়নাতদন্তে। ফলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ঝোলার ফলে ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের(Bagtui Genocide) অন্যতম অভিযুক্তের।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত দু’ঘণ্টা ধরে চলে লালনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া(Post Mortem of Lalon SHeikjh)। গোটা বিষয়টির ভিডিয়োগ্রাফিও করা হয়। ময়নাতদন্তে উপস্থিত ছিলেন ৪ সদস্যের চিকিৎসক দল। বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের হাতে সেই রিপোর্ট তুলে দেওয়া হবে বলেই খবর।
অন্যদিকে, লালনের দেহ(Lalon Sheikh's Body found in CBI Camp) নিয়ে সিবিআই ক্যাম্পে বিক্ষোভ শুরু করে পরিবার। ‘অভিযুক্ত' সিবিআই আধিকারিকদের গ্রেফতারির দাবিতে তাঁদের এই বিক্ষোভ চলবে বলেও জানান পরিবারের সদস্যরা। এমনকি, রামপুরহাটে সিবিআইয়ের(CBI Camp in Rampurhat) অস্থায়ী শিবিরের মধ্য়ে প্রবেশ করতে চেয়ে ধস্তাধস্তি শুরু হয়। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।