নির্বাচনের ফল ঘোষণার পরেই দিকে দিকে উত্তেজনা। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। এবার এই হিংসার ছবি দেখা গেল ইস্পাত নগরী দুর্গাপুরে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠল সিপিএম নেতার গাড়ি ভাঙচুর করার।
জানা গিয়েছে, দুর্গাপুরের ইস্পাত নগরী আইনস্টাইনের সিপিএম শ্রমিক সংগঠনের নেতা প্রসূন পালিত। লোকসভা নির্বাচনের আইনস্টাইনের ডি.আই.ভি স্কুলের বুথ এজেন্ট ছিলেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের বেশ কিছু কর্মী বহিরাগতদের নিয়ে ছাপ্পা ভোট দিতে এসেছিলেন। প্রতিবাদ করেছিলেন তিনি। মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণার পরেই রাতের বেলায় তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতি তাঁর বাড়িতে চড়াও হয়। ভাঙচুর করা হয় বাড়ির চারচাকা গাড়ি। দেওয়া হয় হুমকি।
যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন,'নির্বাচনের আগে থেকে বিজেপি আর সিপিএম নানা প্ররোচনা ছড়ানোর চেষ্টা করেছে তৃণমূলের নামে। বিজেপি আর সিপিএম মিলে ভোট লুট করার চেষ্টা চালিয়েছে। জনতার রায় বুঝিয়ে দিয়েছে বাংলার নেত্রী একমাত্র মমতা ব্যানার্জিই। তাই এখন সিপিএম মিথ্যে অভিযোগ করছে তৃণমূলের নামে।'