লোকসভা ভোটের আগে ফের সরগরম বারাকপুর। সকালে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার। তাতে লেখা, দলবদলুর কোনও জায়গা নেই। কার বিরুদ্ধে এই পোস্টার তা কিন্তু লেখা হয়নি। তবে, রাজনৈতিক মহলের ইঙ্গিত এই পোস্টার অর্জুন সিংয়ের বিরুদ্ধেই। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
গত রবিবার ব্রিগেডের জনসভা থেকে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন অর্জুন সিং। তাঁকে অপমান করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে অর্জুন ফের বিজেপিতেই ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। পাঁচ বছর আগে এই বারাকপুর থেকে বিজেপির হয়ে সংসদে গিয়েছিলেন অর্জুন।
এদিকে, বুধবার দ্বিতীয় তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। সেই তালিকায় বারাকপুর কেন্দ্রে অর্জুনের নাম থাকবে কীনা, তা নিয়ে এখন জোর জল্পনা। তার মধ্যে গোটা এলাকা জুড়ে এই পোস্টার। যা আরও সরগরম করল বারাকপুরের রাজনীতিকে। ওয়াকিবহাল মহলের দাবি, বারাকপুরে অর্জুন নন, বরং গেরুয়া শিবিরের পছন্দ তাঁর ছেলে পবন সিংকে।