সাড়া দেশে ৩৭০ আসন পাবে বিজেপি। প্রত্যয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর বাংলায় এসে ৩৫ আসনের টার্গেট বঙ্গ বিজেপির কাছে সেট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বাংলার হুগলির শ্রীরামপুরে বিজেপির দুই শীর্ষ নেতার এই দাবি যেন খানিকটা ধাক্কা খেল। কারণ, এই অঞ্চলে পোস্টার পড়ল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
ওই পোস্টার দাবি করা হয়েছে, এলাকার মানুষ পরিযায়ী নন, সাংসদ হিসাবে ভূমিপুত্রকে চায়। যাঁরা এই পোস্টার দিয়েছেন, তাঁরা নিজেদের বিজেপি কর্মী বলেই ওই পোস্টারে দাবি করেছেন। লকেটের বিরুদ্ধে এই পোস্টারে পরে সরগরম এখন জেলার রাজনীতি।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই পোস্টারে কিছু যাবে আসবে না। কারণ, হুগলি থেকে পুনরায় নির্বাচিত হবেন লকেট চট্টোপাধ্যায়। এবং ভারতে ৪০০ আসন নিয়ে ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সরকার গঠন করবে এনডিএ। তৃণমূলের পাল্টা, লোকসভার আগেই বিজেপির লোকেরাই সাংসদের বিরুদ্ধে পোস্টার দিচ্ছেন। তাতেই স্পষ্ট বাংলা বিজেপিকে চায় না।