শোরগোল পড়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস (Suranjan Das) নিখোঁজ ! তাঁর ছবি ও নাম দিয়ে পোস্টারও পড়েছে বিশ্ববিদ্যালয়ে । উপাচার্যের ঘরের সামনে, অরবিন্দ ভবনের সামনে, এছাড়া ক্যাম্পাসজুড়ে ছেয়ে গেছে এই পোস্টার (Poster Of VC Suranjan Das) । এমনকী, উপাচার্যের খোঁজ পেলে খবর দেওয়ার জন্য যোগাযোগও করতে বলা হয়েছে । তাহলে উপাচার্য কি সত্যিই নিখোঁজ ?
না, উপাচার্য সুরঞ্জন দাস নিখোঁজ নন । বাড়িতেই রয়েছেন । সুস্থ রয়েছেন । তাহলে এইধরনের পোস্টার কেন ? ইঞ্জিনিয়ারিং ছাত্র সংসদের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অফলাইনে ক্লাস শুরু হয়েছে । পরীক্ষা চলছে । পড়ুয়ারা ক্লাসে আসছেন । কিন্তু উপাচার্য এখনও বাড়ি থেকে কাজ করে যাচ্ছেন । সেইসঙ্গে, অফলাইনে পরীক্ষা সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছে ক্যাম্পাসে । ছাত্র সংসদের দাবি, ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের বেশ কিছু পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু, নোটিস অনুযায়ী, পরীক্ষা নেওয়ার কোনও ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
আরও পড়ুন, Bangladesh Money Laundering Case: বাংলাদেশের 'নীরব মোদী'কে নিয়ে বেনসন কোর্টে ইডি-র আধিকারিকরা
এদিকে, পরীক্ষা না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পড়ুয়ারা । সেই সমস্যার কথা উপাচার্যকেও জানাতে পারছেন না তাঁরা । এই পরিস্থিতিতেও উপাচার্য বাড়ি থেকেই সব কাজ সামলাচ্ছেন । সেকারণেই উপাচার্যের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছে বিশ্ববিদ্যালয়ে বলে জানানো হয়েছে ইঞ্জিনিয়র ছাত্র সংসদের তরফে । তবে ছাত্র সংসদের দাবি, তারা এই পোস্টার লাগায়নি । এ নিয়ে এখনও পর্যন্ত সুরঞ্জন দাসের (Suranjan Das) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে পরীক্ষা সংক্রান্ত আন্দোলন চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । অনলাইন না অফলাইন, কোন পদ্ধতিতে পরীক্ষা তা নিয়ে বিতর্ক তৈরি হয় । যদিও, এখন অফলাইনেই পরীক্ষা হচ্ছে যাদবপুরে । এই পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অনুপস্থিতিতে অনেকেই মনে করছেন, উপাচার্য ক্যাম্পাসে না এসে দায় এড়াচ্ছেন ।