বিবাহিত মহিলাদের শ্বশুর বাড়ির জেলাতেই পোস্টিং হলে তাঁরা পেশা ও সংসার শক্ত হাতে সামলাতে পারেন৷ এবার এই কথা মাথায় রেখেই নয়া সিদ্ধান্ত রাজ্যের। বিয়ের পর মহিলা সিভিক ভলেন্টিয়ারদের শ্বশুর বাড়ির বদলির প্রক্রিয়া শুরু করার চিন্তা ভাবনা চলছে। পাশাপাশি, বাজেটে সিভিক পুলিশদের বেতন বাড়ানোর এবং পুলিশের চাকরিতে কোটা বাড়ানোর ঘোষণা করা হয়েছে৷
Sandeshkhali Clash: সন্দেশখালির পরিস্থিতি কেমন? জানতে নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
বর্তমানে রাজ্যে সক্রিয় ভাবে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ার পুলিশের সহকারী হিসেবে কাজ করেন। এর মধ্যে ৪০% এর বেশি মহিলা রয়েছেন। চাকরির সময় তাঁদের নিজের বাড়ির কাছেই পোস্টিং থাকলেও, শ্বশুরবাড়ির জেলা আলাদা হলে তা বেশ সমস্যাজনক। নবান্ন সবুজ সঙ্কেত দিলেই শুরু হবে বদলির প্রক্রিয়া।