অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Neogy) অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট (Postmortem report) সামনে এল। গত শুক্রবার সকালে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
গত কয়েক দিনের ব্যবধানে বাংলার বিনোদন জগতে মঞ্জুষাকে নিয়ে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। তাঁর পরিবার ও প্রিয়জনদের দাবি, মঞ্জুষা অভিনয় জগতে তাঁর দক্ষতার পরিচয় রেখেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি পছন্দ মতো কাজ পাচ্ছিলেন না বলে অবসাদে ভুগছিলেন। অনেক জায়গায় অডিশন দিতে যেত কিন্তু মনের মতো কাজ জুটছিল না। তাই সম্প্রতি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল।
Manjusha husband reactions:আগে জানলে ব্যবস্থা নিতাম, মঞ্জুষার মৃত্যুতে আক্ষেপ স্বামীর
মঝ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট এখনও আসা বাকি। সেই রিপোর্ট এলে অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হবে পুলিশ। যদিও মঞ্জুষার পরিবারের প্রথম থেকেই দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
উল্লেখ্য, এর আগে গরফায় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত বুধবার মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রতিটি ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন এবং পেশাগত সাফল্য না পাওয়ার বিষয়টি সামনে এসেছে।