নিম্নচাপের জেরে অসময়ে টানা বৃষ্টি। আর বৃষ্টির কারণেই আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বাংলা কৃষকরা। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবে বৃষ্টি হয়েছে গোটা বাংলায়। আর বৃষ্টির কারণেই একাধিক জেলার বিভিন্ন এলাকার চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে।
জল গিয়ে জমেছে সদ্য লাগানো আলু ক্ষেতে এবং মাঠে কেটে রাখা পাকা ধানে। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে চাষিদের। আলু চাষে এই বিপুল ক্ষতির কারণে বাজারে আলুর দাম বৃদ্ধি আশঙ্কা রয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকরাই জানিয়েছেন, বৃষ্টির অজুহাতে অনেকেই আলুর দাম বাড়িয়ে দেবেন।
আরও পড়ুন - স্ত্রীয়ের চোখের সামনে গুলিতে ঝাঁঝড়া নদিয়ার ব্যবসায়ী , কারণ নিয়ে ধোঁয়াশা
ইতিমধ্যে এই বিষয় নিয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, গত ১২ দিনের মধ্যেই যারা আলুর বীজ বপন করেছেন সেগুলি পচে যেতে পারে। তবে, বাকি ফসলের খুব বিশেষ ক্ষতি হয়নি। যদিও সমস্ত কৃষকরাই রাজ্য শস্য বিমার আওতায় রয়েছেন। ফলে, সরকার বিষয়টিতে রাখছে।