পিছিয়ে বাংলা। তবে, তাতে যেন কিছুটা স্বস্তিই রাজ্য সরকারের! ব্যাপারটা আর কিছুই নয়, প্রবল গরমে উত্তরপ্রদেশ আপাতত হারিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ভারতের উষ্ণতম শহর ছিল প্রয়াগরাজ। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য তাপমাত্রার নিরিখে খুব একটা পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রাজ্যের উষ্ণতম জেলা সোমবার ছিল বাঁকুড়া। সেখানে সোমবার পারদ চড়েছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৭ ডিগ্রি বেশি। বাঁকুড়ার পাশাপাশি বীরভূমের শ্রীনিকেতন, পানাগড়েও তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে ছিল।
অন্যদিকে, তীব্র দাবদাহের মধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে দেশের ৯টি রাজ্যে জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। বাকি রাজ্যগুলি হল- ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, সিকিম। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উল্লেখ্য, মঙ্গলবারও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে । বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে রাজ্যে।