বুধবার রাজ্যের ১০৭টি পুরনির্বাচনের(Municipal Election 2022) গণনা হবে। তার আগে যথেষ্ট তৎপরতা দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে। জেলায় জেলায় স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রে কড়া পাহারায় মোতায়েন করা হয়েছেন পুলিশকর্মীদের(Police)। নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরাতেও(CCTV Camera)।
নির্বাচনের আগেই দিনহাটা পুরসভার(Dinhata Municipality) সমস্ত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় শাসকদল তৃণমূল(TMC)। বজবজ পুরসভাতেও(Budge Budge Municipality) ২টি ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলিতে জিতেছে তৃণমূল(TMC)। এছাড়াও বাদুড়িয়া, বরানগর, বসিরহাট, ভাটপাড়া, হালিশহর, টাকি, টিটাগড়, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া সহ বিভিন্ন পুরসভাতেই কিছু কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল(TMC)।
আরও পড়ুন- Dilip Ghosh: 'সরকারের অঙ্গুলিহেলনেই চলছে নির্বাচন কমিশন', নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা দিলীপ ঘোষের
উল্লেখ্য, 'ছাপ্পা' নিয়ে পুরোপুরি চিন্তামুক্ত নয় তৃণমূল(TMC)। দলীয় নেতৃত্বের একাংশের কথায়, প্রদত্ত ভোটের ৮০% বা ৯০% ভোট দলীয় প্রার্থীরা পেলে তা স্বস্তিদায়ক হবে না তৃণমূলের(TMC) জন্য।