অ্যাডিনোভাইরাসের সংক্রমণের ভয়ে এ বার প্রি-স্কুলগুলিতে হাজিরার সংখ্যা কমছে ক্রমশ। ইতিমধ্যেই শহরের বেশ কিছু প্রি-স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছে। কোনও কোনও স্কুল অনলাইন মোডে ক্লাস শুরু করার কথাও চিন্তাভাবনাও করছে।
কোভিড পরবর্তী সময়ে নতুন করে ভয় বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। মূলত পাঁচ বছর পর্যন্ত বয়সের শিশুরাই এই অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত দু’মাসে রাজ্যে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে ১৫জন শিশুর মৃত্যু হয়েছে। স্বভাবতই, কচিকাঁচাদের স্কুলে পাঠানো নিয়ে চিন্তিত অভিভাবকেরা। ভিআইপি রোডের তেঘরিয়া এলাকার একটি প্রি-স্কুলে ছুটির সময়ে কচিকাঁচাদের কলরবে মুখরিত হয়ে উঠত এলাকা।
TMC twitter account hacked : বদলে গেল নাম, ডিপি, তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
প্রি-স্কুলগুলির কর্তৃপক্ষের তরফেও, জ্বর, কাশি, সর্দি বা শ্বাসকষ্টজনিত কিছু হলে শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে, স্কুলে আসলে অত ছোট বাচ্চাদের পক্ষে টানা মাস্ক পরে থাকা বেশ কঠিন হয়ে পড়ছে, স্বভাবতই সংক্রমণ কমাতে যথাযথ ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে স্কুলগুলিও।