লোকসভা নির্বাচনে দলের ভাল ফলাফলের পর, দিন কয়েকের ‘ছুটি’র কথা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)| কথা মতোই, রাজনীতি থেকে এই কদিন একেবারেই দূরে ছিলেন অভিষেক, জানিয়েছিলেন চিকিৎসা করাতে যাচ্ছেন। সঙ্গে তাঁর যে একটু বিশ্রাম দরকার ছিল, তা বলাই বাহুল্য। তাই বলে ২১ জুলাইয়েও কি অভিষেক থাকবেন না? এই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শুক্রবার কলকাতা ফিরলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন সকাল ৭টায় বিমানবন্দর থেকে বেরতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে প্রথমে নরওয়ে থেকে দুবাই ফেরেন তিনি, এরপর চার্টার্ড বিমানে কলকাতায় ফিরেছেন অভিষেক। কনভয় ছিল না, বিমানবন্দর থেকে বেরিয়েই সোজা তিনি উঠে যান গাড়িতে।
এদিকে, ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে ২১ জুলাইকে ঘিরে। লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনে জয়ের পর এটিই তৃণমূলের সবচেয়ে বড় সমাবেশ। ধর্মতলায় চলছে মঞ্চ তৈরির কাজ। প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউজের সামনে টহল দিয়ে গিয়েছেন সুব্রত বক্সী সহ তৃণমূলের একাধিক নেতারা।
এবারেও, ভিক্তোরিয়া হাউজের দিকে দুটি মঞ্চ থাকবে। মূল মঞ্চ ছাড়াও পাশে একটা ছোট মঞ্চ থাকবে, সংবাদ কর্মীদের জন্যও মঞ্চের কাছে বিশেষ জায়গা থাকবে। মঞ্চের আয়তন ৪৮/২৪ ফুট। আরেকটি মঞ্চ হবে শহিদ পরিবারের সদস্যদের জন্য৷ যার উচ্চতা হবে ৪০/২৪ ফুট। ব্রিগেডের মতো, শহিদ দিবসের মঞ্চেও থাকছে নয়া চমক। এবার মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, বদলে থাকবে ব়্যাম্প।
Weather Update: দক্ষিণবঙ্গে এবার ফিরছে 'আসল' বর্ষা, শনি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শুক্রবার থেকেই লোক ঢুকতে শুরু করবে শহর কলকাতায়। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হচ্ছে। দুটি বড় জয়ের পর, এই সমাবেশ নিঃসন্দেহে তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে স্পেশাল। স্বভাবতই, এবার ২১ জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহলই।