পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফুলে থাকার জন্য আংটি খোলা যায়নি । বুধবার কলকাতা নগর দায়রা আদালতে হাজিরা দিয়ে এমনই দাবি করলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী । কিন্তু, সুপারের জবাবে অসন্তুষ্ট আদালতের বিচারক । উল্লেখ্য, বন্দী অবস্থায় পার্থর আঙুল থেকে কেন আংটি খোলা হয়নি, কেন 'জেল কোড' ভাঙা হয়েছে, তারই জবাব চেয়ে জেল সুপারকে তলব করেছিল আদালত । এদিন, তারই জবাবে সুপার বলেন, জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। সে কারণেই তাঁর আঙুল থেকে আংটি খোলা সম্ভব হয়নি ।
এদিন, সুপারের জবাবে অসন্তোষ প্রকাশ করেন বিচারক । তাঁর প্রশ্ন, "৯ মাসেও কেন আংটি খোলা গেল না ?" আদালত যা ৯ মিনিট ৯ সেকেণ্ডে করে ফেলল, তা কেন গত ৯ মাসেও করা গেল না ? পার্থের জেলে প্রবেশের সময়ের রেজিস্ট্রার খাতাও খতিয়ে দেখেন বিচারক । উল্লেখ্য, আংটির বিষয়টি আদালতের নজরে আসতেই পার্থকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় । তারপরেই আংটি খুলে দেন পার্থ ।