রাষ্ট্রপতি নির্বাচনের আগে কলকাতায় এসেছিলেন। এবার দেশের রাষ্ট্রপতি পদে বসার পর প্রথম বারের জন্য রাজ্যে আসতে চলেছেন দ্রৌপদী মুর্মু।।
দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে আসবেন রাষ্ট্রপতি। আর এই সফরে তাঁকে নাগরিক সংবর্ধনা দিতে চলেছে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - ডিএ ধর্মঘটে প্রছন্ন মদত? কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বহিষ্কারের নোটিশ
জানা গিয়েছে, আগামী ২৭ মার্চ সকালে রাষ্ট্রপতি কলকাতায় পৌঁছবেন। ওই দিন বিকেলেই তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই আয়োজন বলে জানা গিয়েছে।
এর আগে গত বছর ১১ জুলাই পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন দ্রৌপদী মুর্মু।