জল যন্ত্রণায় ভুগছে শিলিগুড়ি। শিলিগুড়ির বাসিন্দাদের অভিযোগ, জল কিনতে লম্বা লাইন দিতে হচ্ছে। একাধিক এলাকাতেও পৌরসভার জলের ট্যাঙ্ক পৌঁছলেও সেখানেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যদিও সাংবাদির বৈঠক করে শিলিগুড়ির মেয়র দাবি করেছেন, ৩১ মে রাতের মধ্যে ২ থেকে ৩ লাখ পাউচ সরবরাহ করা হবে।
কী বললেন গৌতম দেব?
শুক্রবার সাংবাদিক বৈঠক করে গৌতম দেব বলেন, " রাজ্য সরকারের যে সব দফতরগুলি এর সঙ্গে যুক্ত তারা কলকাতা থেকে সরাসরি আমাদের সহায়তা দিচ্ছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে বৈঠক হয়েছে।"
এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিলিগুড়ি পৌরসভা এলাকায় ৫৫ MLD (মিলিয়ন লিটার ডেইলি) জলের প্রয়োজন। কিন্তু শিলিগুড়ি পৌরসভা অতিরিক্ত ট্যাঙ্কের ব্যবস্থা করে জলের চাহিদা মেটাচ্ছে। শুক্রবার সকাল থেকে প্রতিটি এলাকায় ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, "শুক্রবার ২ লাখ পাউচ জল পৌঁছতে পারব। তবে আমাদের লক্ষ্যমাত্রা ৩ লাখ পাউচ।"
শুক্রবার বিকাল ৫টার মধ্যে পৌরসভার সব ওয়ার্ডেই ৭৫টি ট্যাঙ্ক থাকবে। ৩০ মে ১ লাখ পাউচ শিলিগুড়িবাসীর মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এবং ৩১ মে-রাতের মধ্যে অর্থাৎ শুক্রবার রাতের মধ্যে ২ থেকে ৩ লাখ পাউচ জল সরবরাহ করা হবে।