আগামী মাস থেকেই বাড়তে পারে চাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। কারণ অন্য বছরের তুলনায় এবছরের ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে চিন্তিত কেন্দ্রীয় সরকার।
একদিকে অনিয়মিত বৃষ্টি অন্যদিকে এল নিনোর কারণে ফলনে ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জুন মাস শেষ হতে চললেও উত্তর এবং পূর্ব ভারতে সেভাবে বর্ষার দেখা নেই। কেরলেও এক সপ্তাহ দেরিতে বর্ষা ঢুকেছে। ফলে ফসল উৎপাদনের ক্ষেত্রে সমস্যার পড়তে হবে চাষিদের।
মোদী সরকারের অর্থ মন্ত্রকের কর্তাদের আশঙ্কা, জুলাই মাস শুরু হতেই খুচরো বাজারের বিভিন্ন সামগ্রীর দাম আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা। এর মূল কারণ বৃষ্টির ঘাটতি। এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ বাতাস এল নিনোর কারণে আবহাওয়ার তারতম্য দেখা দিচ্ছে। মৌসুমি বায়ু ঢুকতে বাধা পাচ্ছে। আর সেকারণে বৃষ্টি কম হচ্ছে। যার ফলস্বরূপ ফলনে ঘাটতি।
জানা গিয়েছে, খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে যাতে না বাড়ে তার জন্য ইতিমধ্যে একটি নির্দেশ জারি করা হয়েছে। সেখানে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুতদারির উপর ঊর্ধ্বসীমা জারি করেছে।