রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। রাজ্যের বিভিন্ন জায়গায় যা রান্নাপুজো বলেও বিখ্যাত। কিন্তু সেই পুজোর আগেই বর্ধমানে পুজোর বাজারে মন্দা। ফল-ফুল-মিষ্টি থেকে প্রতিমা; সবেরই দাম বেশ চড়া। ফলে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের মুখেই এখন কার্যত চিন্তার ভাঁজ।
একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে চড়া দাম। এই দুইয়ের যাঁতাকলে পড়ে বিশ্বকর্মা পুজোর বাজার থেকে হাত গুটিয়েছে মানুষ। স্থানীয় ব্যবসায়ী সুকান্ত মণ্ডলের কথায়, করোনাকাল মিটতে তাঁরা ভাল ব্যবসার আশা করেছিলেন। কিন্তু প্রবল বৃষ্টিই তাঁদের এই আশায় জল ঢেলে দিয়েছে।
আরও পড়ুন- West Bengal Weather Update: দক্ষিণে মাঝারি, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস
অন্যদিকে, ফুলের বাজারেও মন্দা রয়েছে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, কৃত্রিম ফুলে বাজার ছেয়ে যাওয়ায় টাটকা ফুল নিতে অস্বীকার করছেন অনেকেই। পাশপাশি, কৃত্রিম ফুলের দাম কম হওয়ায় সেটাও ফুলের বাজারে মন্দার অন্যতম কারণ বলেই মনে করছেন ফুল বিক্রেতারা।