কাঁধে করে পুরোহিতকে নিয়ে গিয়ে পুজো হল মন্দিরে। এমনই ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের গুসকরা শহরের বাসিন্দারা। মন্দির চত্বরে জল জমে যাওযায় কাঁধে করেই মন্দিরে ঢোকেন পুরোহিত।
বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে প্রবল বৃষ্টি। যার ফলে প্লাবিত বিভিন্ন এলাকা। একই ছবি গুসকরাতেও। বর্ধমান শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরের এই শহরের পাশেই রয়েছে নদী। ফলে সেখানে জল বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে বিপত্তি।
রবিবার ছিল অমাবস্যা। ওইদিন গুসকরা শহরে রটন্তী কালী মন্দিরে পুজো হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় বুক সমান জলে ডুবে যায় মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকা। সেই কারণে মন্দিরে ঢুকতে সমস্যায় পড়েন সেখানকার পুরোহিত।
এরপর তাঁরই দুই সঙ্গী তাঁকে কাঁধে করে নিয়ে মন্দিরে ঢোকেন। তারপর নিয়ম রীতি মেনে শুরু হয় পুজো।
এবিষয়ে পুরোহিত জানিয়েছেন, মন্দিরের পাশেই রয়েছে বড় নদী। বৃষ্টির জেরে নদীতে জল যেমন বেড়েছে তেমন স্রোতও রয়েছে। মন্দিরে ঢোকা একপ্রকার অসাধ্য হয়ে গিয়েছিল। সেই কারণে কাঁধে করে তাঁকে মন্দিরে নিয়ে আসা হয়েছে। তবে পুজো বন্ধ হয়নি বলেই জানিয়েছেন।
শুধু গুসকরা নয়, কয়েকদিনের বর্ষণে এবং DVC-র ছাড়া জলে ভেসে গিয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা। বর্ধমান শহর সংলগ্ন দামোদর নদেও জল বেড়েছে। আশপাশের কয়েকটি নিচু এলাকায় জল ঢুকে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
সোমবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা বদল হলেও মঙ্গলবার থেকে ফের ঝেঁপে বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।