পল্লবী দে মৃত্যুরহস্যে(Pallavi Dey Death Mystery) ধৃত লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে(Sagnik Chakraborty) জেরা করে নয়া তথ্য পেল পুলিশ। সাগ্নিক চক্রবর্তী রাজারহাট-নিউটাউনে একটি কল সেন্টার চালাত বলে জানা গেছে। সেই কল সেন্টারে ঠিক কী ধরনের কাজ হত, আদৌ সেই ব্যবসার বৈধ কোনও কাগজপত্র আছে কি না, তা খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ(Garfa Police Station)।
পল্লবীর(Pallavi Dey Death Mystery) পরিবারের তরফে দায়ের করা অভিযোগে সাগ্নিকের পাশাপাশি ঐন্দ্রিলার নামও ছিল। আর্থিক প্রতারণার অভিযোগটি তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। তবে তদন্তকারীরা জেনেছেন, রাজারহাটের ফ্ল্যাট(Pallavi-Sagnik's Flat in Rajarhat) কিনতে সাগ্নিকের পরিবারের তরফেও মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। সেই টাকার একটি বড় অংশ সাগ্নিকের বাবা ঋণ হিসেবে নিয়েছিলেন বলেও খবর। সেই প্রমাণ তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে জানা গেছে।
গত রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবীর(Pallavi Dey Death Mystery) ঝুলন্ত দেহ। ঘটনার পরদিন গড়ফা থানায় খুনের অভিযোগ দায়ের করে অভিনেত্রীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিককে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ(Garfa Police Station)।