প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশনের সময় জায়গা হিসাবে ‘কলকাতা’ বেছে নেওয়াদের মধ্যে ২৮২ জনকে আগামী ১০ জানুয়ারি ডাকা হয়েছে। প্রথম দফায় ২০০ জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে।
বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, ইন্টারভিউয়ের জন্য কখন, কোথায় আসতে হবে প্রার্থীদের, প্রত্যেককে মেল করে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকেও ‘কল লেটার’ ডাউনলোড করে নেওয়া যাবে। স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে পর্ষদের পক্ষ থেকে।
New Year Celebration: বর্ষশেষের অনুষ্ঠানে নিষিদ্ধ শব্দবাজি, থাকবে না ডিজে-ও, নির্দেশ নবান্নের
নথি হিসেবে চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেটে উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার বা আধার কার্ড এবং নিজের একটি পাসপোর্ট সাইজ ফোটো সঙ্গে রাখতে হবে।