২১ অক্টোবর থেকে শুরু হবে আবেদন জমা নেওয়ার কাজ। প্রাইমারি টেট নিয়ে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল টেট নিয়োগ সম্পর্কে বেশ কিছু বড় ঘোষণা করলেন। তিনি জানান, "১১ হাজার শূন্যপদে ২০১৪ ও ২০১৭ যোগ্য চাকরিপ্রার্থীরাও আবেদন করতে পারবেন, তাদের আমরা চাকরি দেওয়ার চেষ্টা করব।" পাশাপাশি বছরে দুবার নিয়োগের কথাও জানান তিনি। পাশ করা প্রার্থীদের দ্রুত নিয়োগের আশ্বাসও দিয়েছেন তিনি।
গত কয়েক দিন ধরেই টেট দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, আর এই আবহেই এই বড় ঘোষণা করলেন গৌতম পাল। তিনি বলেন, “২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, তাঁরা আমাকে বারবার বলেছেন, যখনই নিয়োগের কথা ওঠে তখনই ২০১৪ সালের পাশ করাদের তালিকা বের করা হয়। আমি তাঁদের কথা দিয়েছি, যে বছরেই আপনারা টেট পাশ করুন না কেন, এবার আবেদন করুন। আমি চাইব এ বছরের মধ্যে তাঁদের নিয়োগ দেওয়ার জন্য।"
এছাড়াও তিনি আশ্বস্ত করেছেন প্রতি বছর অন্তত দুবার নিয়োগ হবে। তিনি জানান, ২০১৬ সালের নিয়ম মেনেই ১৬ হাজারের বেশি পদে নিয়োগ করা হবে। অর্থাৎ, টেট পাস ও এনসিইটি-র নিয়োগ মোতাবেক বিএড করা থাকলেই আবেদন করা যাবে। স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান।